WBBSE Class 9 Math Model Activity Task Solutions Part 1 | নবম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা - Esho Seekhi

 

wbbse-class9-math-model-activity-task-solutions-part1

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে | আজ আমরা আলোচনা করব WBBSE এর Online Portal থেকে দেওয়া নবম শ্রেনীর অঙ্ক (Mathematics) এর Model Activity Task Part 1 এর উত্তরগুলি | ( WBBSE Class 9 Math Model Task Solutions )

 

Class 9 Model Activity Task

Mathematics : Part 1

১. $\small \frac{x}{2}+\frac{4}{3}=1$ সমীকরণটি লেখচিত্রের মূলবিন্দু থেকে $\small x$ অক্ষকে কত একক দূরত্বে এবং $\small y$ অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে ?

উত্তর: ATQ, 

$\small \frac{x}{2}+\frac{4}{3}=1$

or, $\small \frac{x}{2}=-\frac{1}{3}$

or, $\small x=-\frac{2}{3}$

 $\small \frac{x}{2}+\frac{4}{3}=1$সমীকরণটি লেখচিত্রের মূলবিন্দু থেকে $\small x$ অক্ষকে $\small -\frac{2}{3}$ একক দূরত্বে এবং $\small y$ অক্ষকে $\small 0$ একক দূরত্বে ছেদ করেছে

 

২. $\small a^x=a^y$ হলে, $\small x=y$ হবে এর জন্য $\small a,x,y$ কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো |(confusion)

উত্তর: 

  • $\small a,x,y$ কে বাস্তব সংখ্যা হতে হবে;
  • $\small a\neq 0$ হতে হবে
  • x ও y কে মূলদ সংখ্যা হতে হবে |


৩. $\small x$-অক্ষ এবং $\small y$-অক্ষের উপর একটি করে বিন্দুর স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূলবিন্দু থেকে সমদূরবর্তী ?

উত্তর: x অক্ষের উপর অবস্থিত (3,0) এবং y অক্ষের উপর অবস্থিত (0,3) বিন্দু দুটি মূলবিন্দু থেকে সমদূরবর্তী

 

৪. $\small 3x-2y=5$ সমীকরণটি $\small y$-যে আকারে প্রকাশ করে $\small x=5$ হলে, $\small y$ এর মান নির্ণয় করো |

উত্তর: ATQ, $\small 3x-2y=5$

বা, $\small -2y=5-3x$

বা, $\small y=\frac{5-3x}{-2}$

বা, $\small y=\frac{3x-5}{2}$

এখন $\small x=5$ বসিয়ে পাই, 

$\small y=\frac{(3\times 5)-5}{2}$

∴ $\small y=5$

 

৫. দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যারেখায় আছে এমন একটি অমূলদ সংখ্যা লেখো |

উত্তর: একটি মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদাই অমূলদ|

ধরি,দুটি মূলদ সংখ্যা $\small 4$ ও $\small 5$ 

তাদের বর্গ হবে $\small 16$ ও $\small 25$ 

এইক্ষেত্রে $\small 16$ ও $\small 25$ এর মাঝের মৌলিক সংখ্যাগুলি হল: (17,19,23)

তাই $\small 4$ ও $\small 5$ এর মাঝে অবস্থিত একটি অমূলদ সংখ্যা হতে পারে: $\small \sqrt 17$, $\small \sqrt 19$, $\small \sqrt 23$.

 

৬. যুক্তি দিয়ে প্রমাণ করো যে, কোনো সামন্তরিকের 

(i) প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে|

(ii) বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান

(iii) বিপরীত বাহুগুলির কোণগুলি মানে সমান

 

wbbse-class9-math-model-activity-task-solutions-part1

 

READ ALSO

 
 

এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: WBBSE Class 9 Model Activity Task Solutions, WBBSE Class 9 Math Model Activity Task Solutions, Class 9 Math Model Activity Task Answers, class 9 model activity task, উৎপাদকে বিশ্লেষণ class 9, model activity task 2021 class 9

2/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. I need physical science model activity task of class 9 ( 2021)

    ReplyDelete
  2. ডাইন ও নিউটন এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post