WBBSE Class 9 Life Science Model Activity Task Solutions Part 1 | নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

wbbse-class9-life-science-model-activity-task-answers-part1

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর জীবনবিজ্ঞান মডেল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি নিয়ে | এই পোস্টে আমরা জীবনবিজ্ঞান মডেল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর সমাধানগুলি আলোচনা করেছি |

 

1. মাইটোকনড্রিয়া একটি পরিছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি দেখাও:

ক) অন্তঃপর্দা  খ) বহিঃপর্দা  গ) ক্রিস্টি ঘ) অক্সিজোম

উত্তর: 

wbbse-class9-life-science-model-activity-task-picture


 

২. নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা ও প্লান্টি রাজ্যের পার্থক্য লেখ:

ক) কোশ ও কোশীও সংগঠনের প্রকৃতি, খ) বাস্তুতান্ত্রিক ভুমিকা |

হাঙর যে শ্রেনীর অন্তর্গত সেই শ্রেনীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো  |

উত্তর: 

বৈশিষ্ট্য

মোনেরা

প্ল্যান্টি



কোশ ও কোশীও সংগঠনের প্রকৃতি

এককোশ বিশিষ্ট প্রাণী

বহুকোশ বিশিষ্ট প্রাণী

কোশগত ধরণ: প্রোক্যারিওটিক

কোশগত ধরণ: ইউক্যারিওটিক

এই পর্বের প্রানীদের কোশপ্রাচীর পেপটাইডোগ্ল্যাইকান দ্বারা নির্মিত |

এই পর্বের প্রানীদের কোশপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত |

বাস্তুতান্ত্রিক ভুমিকা

এই পর্বের প্রাণীরা বাস্তুতন্ত্রের নাইট্রোজেন সাইকেল নিয়ন্ত্রণ করো |

এই পর্বের প্রাণীরা বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে।

 

◼◼ হাঙর কনড্রিকথিস শ্রেনীর অন্তর্গত | কনড্রিকথিস শ্রেনীর তিনটি বৈশিষ্ট্য হলো:

  1. অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত; ত্বকে আনুবীক্ষণিক প্লাকয়েড আঁশ থাকে |
  2. 5-7 জোড়া ফুলকা ছিদ্র থাকে; কানক নেই |
  3. মুখছিদ্র মস্তকের অঙ্কীয় দিকে থাকে ; পটকা থাকে না |

 

৩. সিউডোসিলোমযুক্ত একটি প্রাণীর নাম লেখ এবং ঐ প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখ | আরশোলার আর্থ্রপোডা পর্বে অন্তর্ভুক্তি সপক্ষে দুটি যুক্তি দাও |

উত্তর: সিউডোসিলোমযুক্ত একটি প্রাণীর নাম হল : গোলকৃমি |

গোলকৃমি নিমাটোডা পর্বের অন্তর্গত |


নিমাটোডা পর্বের দুটি বৈশিষ্ট্য : 

1. নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সুঁচালো

2. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।

 

◼◼ আর্থ্রপোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য ও আরশোলার তুলনা:
 
এদের মাথায় এক জোড়া এন্টেনা থাকে | আরশোলার মাথাতেও সেটি বর্তমান |
এদের দেহের প্রতিটি খন্ডে একজোড়া উপাঙ্গ বর্তমান। আরশোলার দেহেও সেটি বর্তমান |
আরশোলার রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির যা আর্থ্রপোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য |


 

৪..মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D এর ভুমিকা উল্লেখ করো | ভাজক কলার বৈশিষ্ট্য লেখ |

উত্তর: 

ভিটামিন A এর ভুমিকা:

  • এই ভিটামিন প্রানীদের বৃদ্ধিতে সহায়তা করে |
  • রোগ-সংক্রমণ প্রতিরোধ করে | 
  • রেটিনার রডকোশ গঠনে সাহায্য করে ও রাতকানা রোগ প্রতিরোধ করে  |
  • স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে |

 

ভিটামিন D এর ভুমিকা: 
  • ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে |
  • অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে |
  • রিকেট রোগ প্রতিরোধ করে |

 

◼◼ ভাজক কলার বৈশিষ্ট্য : 

  • ভাজক কলার কোশগুলি ছোট হয়, এদের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান হয় |
  • ভাজক কলার কোশগুলি আকারে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়ে থাকে|
  • কোশগুলি ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং বড়ো ও স্পষ্ট নিউক্লিয়াসযুক্ত হয় |
  • কোশগুলির কোশপ্রাচীর পাতলাহয় |
  • কোশগুলি অপরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোশ সৃষ্টি করে |

 

নবম শ্রেনীর অন্যান্য মডেল টাস্ক সমাধান

 
 
 
 
 
 

এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook


Tags: WBBSE Class 9 Life Science Model Activity Task Solutions, model activity task class 9 life science part 1, class 9 life science, WBBSE Class 9 Life Science Model Activity Task Answers, Class 9 Model Task, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 উত্তর, নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post