প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি নিয়ে | এই পোস্টে আমরা পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর সমাধানগুলি আলোচনা করেছি |
MODEL ACTIVITY TASK SOLUTIONS
CLASS 9
পরিবেশ ও ভূগোল
PART 2
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১. কীভাবে কোরিওলিস বলের প্রভাব বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতেকে প্রভাবিত করে ব্যাখ্যা করো ।
উত্তর: পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট জে বলের প্রভাবে সমুদ্র স্রোত প্রভৃতি গতির বিক্ষেপ হয় তাকে কোরিওলিস বল বলে। ১৮৩৫ সালে ফরাসি পদার্থবিদ এবং গনিতজ্ঞ জি জি কোরিওলিস এই ঘতনা প্রথম লক্ষ্য করেন। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের উপর কোরিওলিস বলের প্রভাব অতন্ত্য সুনির্দিষ্ট।
বায়ু প্রবাহের ওপর প্রভাবঃ পৃথিবীর ওপর প্রবাহিত বায়ু কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু কোরিওলিস বলের প্রবাহে সারা বছর উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। কোরিওলিস বলের প্রবাহে উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে আবর্তিত হয় ।
সমুদ্র স্রোতের ওপর প্রভাবঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর প্রভৃতি মহাসাগরের সমুদ্র স্রোত গুলি কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ।
২. কি কি কাজে GPS ব্যবহৃত হয় ?
উত্তর: কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করে সেই স্থানের অবস্থান নির্ণয় পদ্ধতিকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে GPS।
GPS এর ব্যবহার গুলি নিম্নে আলোচিত হল-
- কোন দেশ বা অঞ্চলের বনভূমি রক্ষণাবেক্ষণে এবং পরিকল্পনা সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।
- ভূমি ব্যবহার সংক্রান্ত সমীক্ষার কাজে GPS ব্যবহৃত হয়।
- সমুদ্র তলদেশের মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয়।
- সমুদ্রে মাছের সহতিক অবস্থান নির্ণয় করতে GPS এর সাহায্য নেওয়া হয়।
- নগর পরিকল্পনার কাজে GPS ব্যবহৃত হয়।
- বায়ু মণ্ডলে সমীক্ষা করতে GPS ব্যবহৃত হয়।
৩. পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে ?
উত্তর: পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত হয় বলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংঘটিত হয়। ফলে পৃথিবীর তাপমাত্রা কোথায় খুব কম বা কোথাও খুব বেশি হয় না। পৃথিবী যদি আবর্তিত না হতো তাহলে পৃথিবীর যে দিক সূর্যের সামনে থাকত সেখানে চিরদিন এবং বিপরীত অংশে চিররাত্রি বিরাজ করতো । ফলে সূর্যের সামনের অংশ প্রবল উষ্ণতা এবং বিপরীত দিকে প্রচণ্ড শীতলতা বিরাজ করতো। এইরূপ পরিবেশে কোন জীবের
পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না |
৪. বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন ?
উত্তর: বর্তমানে চিরাচরিত শক্তির অধিক প্রসার লাভের কারণ-
- পূর্ণভব সম্পদ: অচিরাচরিত শক্তি গুলি প্রকৃতিতে অফুরন্ত উৎস থেকে উৎপন্ন করা হয় বলে এগুলি শেষ হয়ে যায় না।
- পরিবেশ দূষণ কম: অচিরাচরিত শক্তি উৎপাদন করতে পরিবেশ দূষণ হয় না ।
- স্বল্প উৎপাদন ব্যায়: অচিরাচরিত শক্তির উতশ গুলি ভূপৃষ্ঠের সর্বত্র সহজলভ্য এবং পরিবহনের কোন প্রয়োজন হয় না ফলে উৎপাদন ব্যয় খুব কম ।
- স্বল্প বাজারদর: অচিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় কম বলে এর বাজারদর অনেক কম ।
- নিরাপদ ব্যভার: অচিরাচরিত শক্তির ব্যবহার অনেক সহজ এবং নিরাপদ ।
- স্বল্প মূলধন: অচিরাচরিত শক্তির স্বল্প স্থানে ব্যবহার করা হয় বলে এই প্রকার শক্তি উৎপাদন প্রচুর মূলধনের প্রয়োজন হয় না ।
নবম শ্রেনীর অন্যান্য মডেল টাস্ক সমাধান
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags: model
activity task class 9 geography pdf, WBBSE Class 9 Geography Model
Activity Task Solutions Part 2, Class 9 Geography Model Activity Task
Answers, Class 9 Model Activity Task All Subjects, নবম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
© Esho Seekhi Online Education Plarform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.