প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি |
## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |
( Class 8 Model Activity Task Geography Part 2 2022 February Month)
অষ্টম শ্রেণী
ভূগোল
Model Activity Task 2022
Month : February 2022
পূর্ণমান = 20
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩
১.১ মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন −
উত্তর : ঘ) ওয়েগনার ।
১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে −
উত্তর : খ) মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে ।
১.৩ সমুদ্র তলদেশের ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে −
উত্তর : গ) সুনামি
২.১ 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
উত্তর :
২.২ একটি বা দুটি শব্দ উত্তর দাও : ১ × ২ = ২
২.২.১ কোন পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না ?
উত্তর : নিরপেক্ষ পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না ।
২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হয় ?
উত্তর : প্রাথমিক তরঙ্গ বা p তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হয় ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাতসীমান বলা হয় কেন ?
উত্তর : অভিসারী পাতসীমানায় পাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে । দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে এবং এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটে। এই জন্য অভিসারী পাত সীমানাকে বিনাশ কারী পাত সীমানা বলে ।
উদাহরণ: প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল ।
৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো ।
উত্তর : ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য হলো -
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
প্রশান্ত মহাসাগর 'অগ্নিবলয়' ভূমিকম্পপ্রবণ কেন ?
উত্তর: পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের আকারে ঘিরে অবস্থান করেছে। আবার প্রশান্ত মহাসাগরীয় পাতগুলি সর্বদাই চলনশীল হওয়ায় পাত সীমানায় পর্বত গঠন, নতুন ভূ - ত্বকের গঠন, পুরাতন ভূ - ত্বকের বিনাশ, অগ্নুৎপাত প্রভৃতি হয় । এর ফলে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় - এ পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প হয় ।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১ = ৫
কীভাবে দুটি পাতের সংঘর্ষ ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো ।
উত্তর: পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূ ত্বকের গতিশীল পাতগুলির মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের কাছে চলে আসে, তখন ওই দুটি পাতের সংযোগ রেখা বরাবর শিলা চ্যুতি ঘটে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হতে পারে, যেমন -
১) প্রবল ভূ আলোড়নের ফলে ভূ পৃষ্ঠের কোনো স্থান বসে গেলে বা উঁচু হলে শিলাস্তরে ছোট ছোট ভাঁজের সৃষ্টি হয় । পরবর্তীকালে যত ভূ আলোড়ন বাড়ে ভাঁজগুলো তত বড় হতে থাকে ও উঁচু হয়ে পরস্পরের কাছে চলে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ।
২) প্রচন্ড পার্শ্ব চাপের ফলেও শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয় । পার্শ্ব চাপ বৃদ্ধি পায় বলে সাথে সাথে ওই ভাঁজ গুলো ক্রমশ বড়ো ও উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করতে পারে ।
CLASS 8 Model Activity Task
February 2022 All LinksFebruary丨English Model Activity Task
February丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
February丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task class 8 all subject february 2022 answers, class 8 model activity task 2022 answers,
model activity task class 8 geography part 2 2022, class 8 geography model activity task part 2, model activity task class 8 geography 2022 February Month, WBBSE Class 8 Geography Model Activity Task Part 2 February 2022 Answers, Class 8 Model Activity Task 2022 Part 2 Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.