[2022] WBBSE Class 8 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Solutions

 

wbbse-class8-model-activity-task-health-and-physical-education-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 8 Model Activity Task Health and Physical Education Part 2 2022 February Month)

অষ্টম শ্রেণী

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  ১ × ৬ = ৬

(ক) WHO এর পুরো কথাটি হলো World ________ Organization.

উত্তর : WHO = World Health Organization


(খ) সংক্রামক রোগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই __________ পানীয় জলের ব্যবস্থা ।

উত্তর : সংক্রামক রোগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই    নিরাপদ    পানীয় জলের ব্যবস্থা ।


(গ) সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রোগমুক্ত জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর _______ গড়ে তোলা । 

উত্তর : সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রোগমুক্ত, জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর      পরিবেশে      গড়ে তোলা । 


(ঘ) কোনো দেশের ______ নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে । 

উত্তর : কোনো দেশের      উন্নয়ন       নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে । 


(ঙ) কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্য সফল হয় না, সংক্রামক রোগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলো ______ মূল উদ্দেশ্য । 

উত্তর : কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্য সফল হয় না, সংক্রামক রোগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলো     স্বাস্থ্যবিধানের     মূল উদ্দেশ্য । 


(চ) ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা ______ ভোগেন । 

উত্তর : ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা     রক্তাল্পতায়     ভোগেন । 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

২. কয়েকটি বাক্যে উত্তর দাও : ২ × ৩ = ৬

(ক) স্বাস্থ্যবিধান কাকে বলে ? 

উত্তর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO -এর মতে, স্বাস্থ্যবিধান হলো প্রাকৃতিক পরিবেশের যেসব কারণ স্বাস্থ্য তথা দৈহিক বিকাশ ও জীবনধারণের পক্ষে ক্ষতিকর; সেইসব কারণগুলিকে নিয়ন্ত্রণ করা । এটি একটি জীবনচর্চা । জীবনচর্চার এক বৈশিষ্ট্য যার প্রতিফলন ঘটে পরিচ্ছন্ন খামার, পরিচ্ছন্ন হাটবাজার, পরিচ্ছন্ন যাত্রী প্রতীক্ষালয়, পরিচ্ছন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, পরিচ্ছন্ন বিদ্যালয়য়, পরিচ্ছন্ন খেলার মাঠ, জলাশয়য়, কবরস্থান, শ্মশানঘাট, অফিস-আদালত পরিমণ্ডল ও জনগোষ্ঠীর মধ্যে । 


(খ) স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগের নামগুলি লেখো ।

উত্তর : স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগের নামগুলি হল :

চর্মরোগ, ডায়ারিয়া, কলেরা, হেপাটাইটিস, পোলিও, টাইফয়েড, ফাইলেরিয়া, এনকেফেলাইটিস, ডেঙ্গু, কালাজ্বর, বার্ড ফ্লু, রক্ত-আমাশয়, কৃমি, আলসার, টিটেনাস, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস (কোভিড - ১৯) 


(গ) স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখো । 

উত্তর : স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি হলো নিম্নরূপ :

(i) উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে ।

(ii) শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে ।

(iii) বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয় ।

(iv) পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায় ।

(v) বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে ।


৩. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :  × ২ = ৮

(ক) নির্মল গ্রাম/নির্মল শহরের শর্তগুলি তালিকাভুক্ত করো । 

উত্তর : নির্মল গ্রাম বা শহরের শর্তগুলি হল নিম্নরূপ : 

(i) গ্রাম বা শহরের সন্নিকটে জঞ্জাল থাকবে না, গ্রামের বাঁশঝাড়, নদীর ধার, পুকুরপাড়ে অথবা খোলা জায়গায় মল ত্যাগের কোন চিহ্ন থাকবে না ।

(ii) গ্রাম বা শহরের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে ।

(iii) প্রতিটি শৌচাগারে পরিষ্কার-পরিছন্ন ও স্বাভাবিক আলো-বাতাসের সংস্থান রাখতে হবে ।

(iv) প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শতকরা ১০০ জন ও তার বেশি পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করতে হবে ।

(v) পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না । 


(খ) আয়োডিনের অভাবজনিত রোগের উপসর্গগুলি লেখো । 

উত্তর : আয়োডিনের অভাবে শারীরিক ও মানসিক একাধিক উপসর্গ দেখা দিতে পারে । 

শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাবে যেসব রোগগুলি দেখা দেয় তাদের উপসর্গগুলি হল নিম্নরূপ :

⦿ মানসিকভাবে দুর্বল ও জড়বুদ্ধিসম্পন্ন শিশু ।

⦿ শিশুর পড়াশোনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া ।

⦿ শরীরের বিকাশ ঠিকমত হয় না, বামনও হতে পারে ।

⦿ চোখে ট্যারাভাব দেখা যায় ।

⦿ গলগন্ড দেখা দেয় ।

⦿ কথা বলায় অসুবিধা, কথা বলতে না-পারা

⦿ শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ না হওয়া । 


বয়স্কদের ক্ষেত্রে আয়োডিনের অভাবে যেসব রোগগুলি দেখা দেয় তাদের উপসর্গগুলি হল নিম্নরূপ :

⦿ কর্মক্ষমতা ও ইচ্ছার অভাব দেখা দেয়

⦿ স্থূলতা

⦿ গলগন্ড

⦿ হঠাৎ গর্ভপাত

⦿ গর্ভস্থ শিশুর মৃত্যু


    CLASS 8 Model Activity Task

    January 2022 All Links         

FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 




আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 8 all subject february 2022 answers, class 8 model activity task 2022 answers, class 8 model activity task health and physical education  part 2 2022, class 8 model activity task sasto o sarir sikha part 2 february 2022, class 8 health and physical education model activity task part 2, model activity task class 8 health and physical education 2022 February Month, WBBSE Class 8 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers, Class 8 Model Activity Task 2022 Part 2 Answers Sastho O Sharir Shiksha Banglar Shiksha Portal, অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post