[2022] WBBSE Class 8 Math Model Activity Task Part 2 February 2022 Solutions | অষ্টম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

 

wbbse-class8-model-activity-task-mathematics-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর গণিত এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশনি নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 8 Model Activity Task Mathematics Part 2 2022 February Month)

অষ্টম শ্রেণী

গণিত

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :  ১ × ২ = ২

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(ক) একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে -

উত্তর : (d) 360°


(খ) যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্র হলো -

উত্তর : (d) পাই চিত্র


২. সত্য/মিথ্যা লেখো : 

(ক) পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক |

উত্তর :   সত্য  

 

(খ) কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না |

উত্তর :   মিথ্যা  

 

(গ) কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে |

উত্তর :   মিথ্যা  

ব্যাখ্যা : একটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান সর্বদা 0° থেকে 360° এর মধ্যে হয় । সুতরাং, কেন্দ্রীয় কোণের মান ঋণাত্মক হতে পারে না সর্বদায় ধনাত্মক হবে । 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩.WBBSE Class 8 Math Model Activity Task Part 2 February 2022 Solutions(ক) একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলায়, ইংরেজী, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো | ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে |

(ক) যে বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো 

উত্তর : (d) ইংরেজি


(খ) কোন বিষয়ে সবথেকে বেশী নম্বর পেয়েছে?

উত্তর : বাংলা


(গ) এই 300 নম্বরের পরীক্ষায় শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে?

উত্তর : প্রদত্ত পাই চিত্রে, গণিতের কেন্দ্রীয় কোণের মান = 360° - ( 180° + 60° + 30° )

= 360° - 270°

= 90°

∴ অঙ্কের বৃত্তকলাটি কেন্দ্রীয় কোণের $\small = \frac{90^{\circ}}{360^{\circ}} = \frac{1}{4}$ অংশ  

ছাত্রটির মত প্রাপ্ত নম্বর = 300

∴ অঙ্কে প্রাপ্ত নম্বর $\small 300 \times \frac{1}{4} = 75$

∴ অঙ্কে শতকরা নম্বর পেয়েছে $\frac{75}{300} \times 100 = 25$ (উত্তর)


৪. 

(ক) একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নীচে দেওয়া হলো-

wbbse-class8-mathematics-model-activity-task-solutions-part2-2022

তথ্যটিকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করো |

উত্তর : পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর = ( 70 + 60 + 90 + 80 + 60 )= 360

বিষয় 

নম্বর

নম্বর (ভগ্নাংশে)

কেন্দ্রীয় কোণ 

বাংলা

  70 

$\frac{70}{360}$

$\frac{70}{360} \times 360 = 70^{\circ}$

ইংরেজি 

  60 

$\frac{60}{360}$

$\frac{60}{360} \times 360 = 60^{\circ}$

গণিত 

  90 

$\frac{90}{360}$

$\frac{90}{360} \times 360 = 90^{\circ}$

বিজ্ঞান 

  80 

$\frac{80}{360}$

$\frac{80}{360} \times 360 = 80^{\circ}$

শারীরশিক্ষা 

  60 

$\frac{60}{360}$

$\frac{60}{360} \times 360 = 60^{\circ}$

সম্পূর্ণ সারণিটি দেখতে ডানদিকে স্ক্রল করুন →

উপরের তথ্যগুলিকে পাই চিত্রের সাহায্যে প্রকাশ করলে পাই,

wbbse-class8-model-activity-task-mathematics-part2-february-2022-solutions-image1-banglar-shiksha-portal


(খ) রম্বসের

(a) সব বাহুগুলির দৈর্ঘ্য         সমান        |

(b) বিপরীত কোণগুলির পরিমাপ        সমান        |

(c) সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য      অসমান       |

(d) কর্ণগুলি পরস্পরকে    সমকোণে    সমদ্বিখণ্ডিত  করে |



    CLASS 8 Model Activity Task

    February 2022 All Links        

FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 




আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 8 all subject february 2022 answers, class 8 model activity task 2022 answers, model activity task class 8 mathematics part 2 2022, class 8 math model activity task part 2, model activity task class 8 math 2022 February Month, WBBSE Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 Answers, Class 8 Model Activity Task 2022 Part 1 Answers Mathematics, অষ্টম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post