[2022] WBBSE Class 8 History Model Activity Task Part 2 February 2022 Solutions | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

wbbse-class8-model-activity-task-history-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 8 Model Activity Task History Part 2 2022 February Month)

অষ্টম শ্রেণী

ইতিহাস

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. শূন্যস্থান পূরণ করো :   ১  × ৪ = ৪

ক) মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করেন ________ খ্রিস্টাব্দে । 

উত্তর : মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করেন    1717     খ্রিস্টাব্দে ।

 

খ) হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ________ ।

উত্তর : হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন    মির কামাল উদ- দিন খান সিদ্দিকী     ।

 

গ) বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ________ খ্রিস্টাব্দে ।

উত্তর : বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল   1770    খ্রিস্টাব্দে ।

 

ঘ) অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ________ ।

উত্তর : অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন     লর্ড ওয়েলেসলি     । 


২. স্তম্ভ মেলাও:   ১  × ৪ = ৪

উত্তর :

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

1757 খ্রিস্টাব্দ

পলাশি যুদ্ধ

1764 খ্রিস্টাব্দ

বক্সার যুদ্ধ

1765 খ্রিস্টাব্দ

দেওয়ানি অধিকার

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :   ১  × ৩ = ৩ 

ক) কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে ? 

উত্তর : মিরকাশিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে । 

 

খ) স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্য গুলি দখল করে ? 

উত্তর : স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্যগুলি দখল করে। 

 

গ) কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলো যুদ্ধ হয়েছিল ? 

উত্তর : 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে ।  

 

৪. চার- পাঁচ টি বাক্যে উত্তর দাও :  ৩ × ৩ = ৯

ক) ফারুকশিয়ারের ফরমান এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেয়া হয়েছিল ? 

উত্তর : ফারুকশিয়ারের ফরমান এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে অধিকার দেওয়া হয়েছিল সেগুলি হল :

(i) ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোন শুল্ক দিতে হবে না । 

(ii) ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38 টি গ্রামের জমিদারি কিনতে পারবে । 

(iii) কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন । 

(iv) কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতি পত্র থাকলেই সেই যাকাত অবাধ বাণিজ্য করতে পারবে । 

(v) তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজনমতো কোম্পানি ব্যবহার করতে পারবে ।  

 

খ) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো ?

উত্তর : 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর । নতুন নবাব ইংরেজ কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে ব্যবসা করার অধিকার দেন । 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি এক কোটি 77 লাখ টাকা ক্ষতিপূরণ লাভ করে। কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম-বেশি পারিতোষিক লাভ করে । সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে । এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয় । একেই পলাশির লুণ্ঠন বলা হয় ।

 

গ) কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল ?

উত্তর : দেওয়ানী অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয় । মিরকাশিম এর সাথে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা ব্যয় হয় । দেওয়ানী অধিকার থেকে এসে টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নেয় কোম্পানি । তাছাড়া সুবা বাংলার আদর্শ আদায় করার আইন আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তোলে । কোম্পানির দেওয়ানি লাভ এর ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয় । বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয় । একদিকে রাজনৈতিক ও নিজের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পড়েছিল নবাব নজম উদ-দৌলার ওপর । অন্যদিকে অর্থনৈতিক কৃতিত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি । ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ব্রিটিশ কোম্পানি । পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা ।


    CLASS 8 Model Activity Task Part 2

    February 2022 All Links        

FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 




আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 8 all subject february 2022 answers, class 8 model activity task 2022 answers, model activity task class 8 history part 2 2022, class 8 history model activity task part 2, model activity task class 8 history 2022 February Month, WBBSE Class 8 History Model Activity Task Part 2 February 2022 Answers, Class 8 Model Activity Task 2022 Part 2 Answers History, অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post