[2022] WBBSE Class 8 Science Model Activity Task Part 2 February 2022 Solutions | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

 

wbbse-class8-model-activity-task-science-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান (Paribesh O Bigyan Model Activity Task Part 2) এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশনি নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 8 Model Activity Task Science Part 2 2022 February Month)


অষ্টম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = ২০

 ১. ঠিক উত্তর নির্বাচন করো :  ১ × ৩ = ৩

১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো −

উত্তর : (গ) মাইটোকনড্রিয়া 


১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো −

উত্তর : (খ) রাইবোজোম

 

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো −

উত্তর : (ঘ) স্নায়ু কলা 

 

২. সংক্ষিপ্ত উত্তর দাও :  ১ × ৩ = ৩

২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ ?

উত্তর : কোণ কোশ 


২.২  আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে । আমার নাম কী ?

উত্তর : লাইসোজোম । 

 

২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী ?

উত্তর :    ক্রোমোপ্লাস্টিডের কাজ   

ক্রোমোপ্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের (সবুজ ছাড়া) রঞ্জক পদার্থ উপস্থিত থাকে । তাই ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণে সাহায্য করে । 

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :   ২ × ৪ = ৮ 

৩.১ "লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো" − এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয় ?

উত্তর : লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো হয়ে থাকে যার ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে অতি সহজেই লোহিত রক্তকণিকার যাতায়াত করতে এবং বেশি পরিমাণে অক্সিজেন পরিবহণ করতে সুবিধা হয়  ।


৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের একটি মিল ও একটি অমিল উল্লেখ করো ।

   মিল :  কোশপর্দা ও কোশপ্রাচীর উভয়েই কোশের বাইরের আবরণ হিসেবে কাজ করে কোশের ভেতরের বিভিন্ন উপাদান ও অঙ্গাণুগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে । 

   অমিল :  কোশপর্দা উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোশের মধ্যেই উপস্থিত থাকে কিন্তু কোশপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোশে উপস্থিত থাকে ।


৩.৩ এন্ডোপ্লাজমীয় জলিকার কাজ উল্লেখ করো ।

উত্তর : বিভিন্ন কোশীয় বস্তুর (যেমন - প্রোটিন ও লিপিড) সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে এই অঙ্গাণু অংশগ্রহণ করে থাকে ।


৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোণ কোণ ক্ষেত্রে ব্যবহার করা হয় ?

উত্তর :      যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার :  

(i) উদ্ভিদ ও প্রাণীর কোশের ভেতরের অঙ্গাণু ও কোশের বাইরের পর্দার গঠন জানার জন্য এই অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় ।

(ii) ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এবং বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য এই অণুবীক্ষণ যন্ত্র ব্যাবহার করা হয় ।

(iii) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য এই অণুবীক্ষণ যন্ত্র ব্যাবহার করা হয় ।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :   ৩ × ২ = ৬ 

৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর : উদ্ভিদকোশে গহ্বরের বাইরে কোনো কোশপর্দা থাকে না । গহ্বরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায় । গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসের ফলেই প্রাইমরডিয়াল ইউট্রিকল সৃষ্টি হয় ।


৪.২ স্থায়ী কলার কাজ কী কী ?

উত্তর :    স্থায়ী কলার কাজ   

স্থায়ী কলার প্রধান কাজগুলি হল : 

(i) উদ্ভিদদেহে খাদ্য সংশ্লেষ করা ।

(ii) উদ্ভিদদেহে খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহণ করা ।

(iii) উদ্ভিদদেহে জল সংবহন করা ।

(iv) ক্ষত নিরাময় করা ।

(v) উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা ।  



    CLASS 8 Model Activity Task

    February 2022 All Links         

FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject february 2022 answers, class 8 model activity task solutions february 2022, model activity task class 8 science 2022, class 8 science model activity task part 2 2022, model activity task class 8 Science 2022 February Month, WBBSE Class 8 Science Model Activity Task Answers Part 2 February 2022, Class 8 Paribesh O Bigyan Model Activity Task Part 2 February 2022 Answers, model activity task class 8 paribesh o bigyan part 2 2022, Class 8 Model Activity Task 2022 Part 2 Answers Science, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post