[ PART 2 ] WBBSE Class 7 History Model Activity Task Part 2 February 2022 Solutions | সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

 

wbbse-class7-model-activity-task-history-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং যাদের কাছে প্রয়োজনীয় রেফারেন্স বই নেই তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 7 Model Activity Task History Part 2 2022 February Month)

সপ্তম শ্রেণী

ইতিহাস

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. শূন্যস্থান পূরণ করো :   ১  × ৪ = ৪

(ক) বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের    ঐতরেয় আরণ্যকে     । 

(খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয়     ১৯৭১      সালে ।

(গ) শশাঙ্কের রাজধানী ছিল      কর্ণসুবর্ণ      । 

(ঘ) লক্ষণ সেনের রাজধানী ছিল       পূর্ববঙ্গের বিক্রমপুরে       । 

 

২. স্তম্ভ মেলাও : ১  × ৪ = ৪

উত্তর :

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

গৌড়বহো

বাক্ পতিরাজ

হর্ষচরিত

বানভট্ট

কিতাব উল হিন্দ

অলবিরুনি

রামচরিত

সন্ধ্যাকর নন্দী


৩. একটি দুটি বাক্যে উত্তর দাও :  ১  × ৩ = ৩

(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? 

উত্তর : প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী দিয়ে ।


(খ) কে 'গঙ্গাইকোন্ডচোল' উপাধি নিয়েছিলেন ? 

উত্তর : প্রথম রাজেন্দ্র চোল 'গঙ্গাইকোন্ডচোল' উপাধি নিয়েছিলেন ।


(গ) 'খলিফা' শব্দের অর্থ কী ?

উত্তর : 'খলিফা' একটি আরবি, শব্দ যার অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী ।


৪.  চার পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ × ৩ = ৯

(ক) মাৎসন্যায় কী ?

উত্তর : মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাব কে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়ে তিনি শক্তিশালী লোকটা দুর্বল লোকের উপর অত্যাচার করে। 

   শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটি পরিবর্তনের যুগ । এই যুগে প্রত্যেক ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং বনি ইচ্ছে মতো নিজের নিজের এলাকায় শাসন করতো এবং বাংলায় কোন কেন্দ্রীয় শাসক ছিল না । 


(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময় কোথায় সংঘটিত হয়েছিল ? এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ? 

উত্তর : পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে । সে সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল । সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে । এই বিদ্রোহের দুজন নেতা ছিলেন দিব্য, রুদোক এবং ভীম ।


(গ) ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কীভাবে ?

উত্তর : ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ করেছিল তুর্কিরা এ দেশে আসার অনেক আগে থেকেই । খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসেন । সিন্ধু মোহনায়, মালাবারে আরবিক মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল তেমনি স্থানীয় ব্যবসায়ীদেরও লাভ হয় । শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল । হিন্দু, জৈন ও মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতা এক উজ্জ্বল নিদর্শন । 

 


     CLASS 7 Model Activity Task 

   February 2022 Part 1 All Links   


FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 7 all subject february 2022 answers, class 7 model activity task 2022 answers, model activity task class 7 history part 2 2022, class 7 history model activity task part 2, model activity task class 7 history 2022 February Month, WBBSE Class 7 History Model Activity Task Part 2 February 2022 Answers, Class 7 Model Activity Task 2022 Part 2 Answers History, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post