প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর গণিত এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি |
## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশনি নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |
( Class 7 Model Activity Task Mathematics Part 2 February 2022 Solutions)
সপ্তম শ্রেণী
গণিত
Model Activity Task 2022
Month : February 2022
পূর্ণমান = 20
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
(i) 9:15 অনুপাতটির লঘিষ্ঠ আকার হলো
উত্তর : (d) 3:5
(ii) একটি শ্রেণিতে 36 জন বালক এবং 28 জন বালিকা আছে, ঐ শ্রেণিতে বালিকা এবং বালকের অনুপাত হবে
উত্তর : (b) 7:9
(iii) 5:15 এবং 2:3 অনুপাত দুটিকে তুলনা করলে ছোটো অনুপাতটি হবে
উত্তর : (d) 5 : 15
(iv) দুটি বাড়ির দামের অনুপাত 4:3 হলে, প্রথম বাড়ির দামের আনুপাতিক ভাগ হার হবে
উত্তর : (c) $\small \frac{4}{7}$
2. সত্য / মিথ্যা লেখো : 1 × 3 = 3
(i) অনুপাতের কোনো একক নেই ।
উত্তর : সত্য
(ii) a:b অনুপাতটির ভগ্নাংশ আকার হলো $\small \frac{a}{b}$ ।
উত্তর : সত্য
(iii) 1 টাকা এবং 1.30 টাকার অনুপাত হলো 10:13 ।
উত্তর : সত্য
3.
(i) লঘিষ্ঠ আকারে একটি অনুপাত 5 : 7 এবং এই অনুপাতটির পূর্বপদ 45 হলে, উত্তরপদ নির্ণয় করো । 2
উত্তর : ধরি, অনুপাতটির উত্তরপদ $\small x$
∴ প্রশ্নানুসারে,
$\small 5 : 7 = 45 : x $
বা, $\small \frac{5}{7} = {45}{x}$
বা, $\small 5 \times x = 45 \times 7$
বা, $\small x = \frac{\mathop{\overset{9}{\not{4}\not{5}}} \times 7}{\not5}$
∴ $\small x = 63$
∴ নির্ণেয় উত্তরপদ = 63
(ii) $\small 2 \frac{1}{4} : \frac{5}{8}$ অনুপাতটি লঘিষ্ঠ আকারে পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করো । 2
উত্তর :
$\small 2\frac{1}{4}:\frac{5}{8}$
$ = \frac{9}{4} : \frac{5}{8}$
$ = \frac{\frac{9}{4}}{\frac{5}{8}} $
$ = \frac{9}{\not{4}} \times \frac{\overset{2}{\not{8}}}{5}$
$ = \frac{18}{5}$
$ 18 : 5 $ (উত্তর)
উত্তর : প্রথম অনুপাতের ক্ষেত্রে,
$\small 2 kg : 480 gm $
$\small = (2 \times 1000) gm : 480 gm $
$\small = 2000 gm : 480 gm $
$\small = 25 : 6 $
দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে,
120 min : 150 min
= 120 : 150
= 12 : 15
= 4 : 5
∴ নির্ণেয় মিশ্র অনুপাত $\small = (25 \times 4) : (6 \times 5) $
$\small = 100 : 30 $
$\small = 10 : 3 $ (উত্তর)
(iv) ধান চাষের জন্য 17 বস্তা গোবর সারের সঙ্গে 3 বস্তা সব্জির খোসা মেশানো হলো । মিশ্রণে সব্জির খোসার বস্তার অনুপাতিক ভাগ হার নির্ণয় করো ।
উত্তর : মিশ্রণে গোবর সারের পরিমাণ = 17 বস্তা
মিশ্রণে সব্জির খোসার পরিমাণ = 3 বস্তা
∴ মিশ্রণে গোবর সার ও সব্জির খোসার অনুপাত = 17 : 3
∴ মোট বস্তা = (17 + 3) = 20 টি
∴ মিশ্রণে সব্জির খোসার আনুপাতিক ভাগ হার = $\small \frac{3}{20}$
4. 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2 : 3 : 4 : 2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তা নির্ণয় করো ।
উত্তর :
মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের প্রাপ্ত টাকার অনুপাত = 2 : 3 : 4 : 2
মোট টাকার পরিমাণ = 12100
∴ মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার = $\small \frac{2}{2+3+4+2} = \frac{2}{11}$ অংশ
∴ মানসের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার = $\small \frac{3}{2+3+4+2} = \frac{3}{11}$ অংশ
∴ কুন্তলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার = $\small \frac{4}{2+3+4+2} = \frac{4}{11}$ অংশ
∴ ইন্দ্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার = $\small \frac{2}{2+3+4+2} = \frac{2}{11}$ অংশ
∴ মধু পাবে $ = \frac{2}{11}\times 12100 = 2200$ টাকা
∴ মানস পাবে $ = \frac{3}{11} \times 12100 = 3300$ টাকা
∴ কুন্তল পাবে $ = \frac{4}{11}\times 12100 = 4400$ টাকা
∴ ইন্দ্র পাবে $ = \frac{2}{11}\times 12100 = 2200$ টাকা
CLASS 7 Model Activity Task
February 2022 Part 1 All Links
February丨English Model Activity Task
February丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
February丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2022 class 7 all subject february 2022 answers, class 7 model activity task part 2 february 2022 answers,
model activity task class 7 mathematics part 2 2022, class 7 math model activity task part 2, model activity task class 7 math 2022 February Month, WBBSE Class 7 Mathematics Model Activity Task Part 2 February 2022 Answers, Class 7 Model Activity Task 2022 Part 2 Answers Mathematics, সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.