প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান (Paribesh O Bigyan Model Activity Task Part 2) এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি |
## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশনি নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |
( Class 7 Model Activity Task Science Part 2 2022 February Month)সপ্তম শ্রেণী
পরিবেশ ও বিজ্ঞান
Model Activity Task 2022
Month : February 2022
পূর্ণমান = ২০
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ = ৩
১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো −
উত্তর : (গ) লিপিড
১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো −
উত্তর : (গ) আয়োডিন
১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো −
উত্তর : (ঘ) আনারসের জ্যাম
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
২.১ প্রোটিনের অভাবে কোয়াশিওরকর ও ম্যারাসমাস রোগ হয় ।
২.২ চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে ।
২.৩ আয়রন অক্সিজেন পরিবহণে সাহায্য করে ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮
৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো ।
উত্তর : খাদ্যতন্তু পাওয়া যায় এমন খাবারের নাম হলো :
শজনে ডাঁটা, বাঁধাকপি, ওট, আমলকী, ঢ্যাঁড়শ, বেগুন, কমলালেবু, বিভিন্ন প্রকার সবজি ও ফলের খোসা ।
# উপরে অনেকগুলি খাবারের নাম দেওয়া হয়েছে । তোমরা তোমাদের পছন্দমত যেকোনো দুটি খাবারের নাম লিখবে ।
৩.২ ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর : ম্যারাসমাস রোগের লক্ষণ
- দেহের ওজন কমে যায় ।
- হাত পা গুলি খুব সরু হয়ে যায় ।
- দেহের রং ফ্যাকাশে হয়ে যায় ।
- মস্তিস্কের বৃদ্ধি ব্যাহত হয় ।
৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো ।
উত্তর : মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হল :
(i) মানবদেহে লিপিড শক্তির উৎসরূপে কাজ করে ।
(ii) মানবদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ।
(iii) দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ রক্ষায় সাহায্য করে ।
৩.৪ ভিটামিন C -র দুটি উৎসের নাম লেখো ।
উত্তর : ভিটামিন C -র উৎসগুলি হল :
আমলকী, লেবু, পেয়ারা, টম্যাটো, গোরুর দুধ ।
# উপরে অনেকগুলি উৎসের নাম দেওয়া হয়েছে । তোমরা তোমাদের পছন্দমত যেকোনো দুটি উৎসের নাম লিখবে ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬
৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো ।
উত্তর : মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হল :
(i) ফাইটোকেমিক্যালস মানবদেহের তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়াকে প্রতিরোধ করে ।
(ii) হৃৎপিণ্ডের কার্যক্ষমতা স্বাভাবিক রাখে ।
(iii) হাড়কে শক্ত রাখে ।
(iv) ক্যানসার হওয়ার সম্ভাবনাকে আটকায় ।
৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো ।
উত্তর : জীবদেহে জলের ভূমিকাগুলি হল নিম্নরূপ :
(i) জল জীবদেহে তরল মাধ্যম হিসেবে কাজ করে, যা জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য ।
(ii) জল জীবদেহের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ।
(iii) জল জীবদেহে নানা প্রয়োজনীয় পদার্থ দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহণে সাহায্য করে ।
(iv) জল রেচন পদার্থকে জীবদেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ রাখে ।
CLASS 7 Model Activity Task
February 2022 Part 1 All Links
February丨English Model Activity Task
February丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
February丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2021 class 7 all subject february 2022 answers, class 7 model activity task solutions february 2022,
model activity task class 7 science 2022, class 7 science model activity task part 2 2022, model activity task class 7 Science 2022 February Month, WBBSE Class 7 Science Model
Activity Task Answers Part 2 February 2022, Class 7 Paribesh O Bigyan
Model Activity Task Part 2 February 2022 Answers, model activity task
class 7 paribesh o bigyan part 2 2022, Class 7 Model Activity Task 2022
Part 2 Answers Science, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান পার্ট 2 ফেব্রুয়ারী 2022
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.