[ PART 2 ] WBBSE Class 7 Geography Model Activity Task Part 2 February 2022 Solutions | সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

wbbse-class7-model-activity-task-geography-part2-february-2022-solutions

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও ভূগোল এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং যাদের কাছে প্রয়োজনীয় রেফারেন্স বই নেই তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 7 Model Activity Task Geography Part 2 2022 February Month)

সপ্তম শ্রেণী

পরিবেশ ও ভূগোল

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত - 

উত্তর : ক) উত্তর গোলার্ধে

 

১.২ ভূ-গোলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখা কে ডিগ্রি কোণে ছেদ করে তা হলো - 

উত্তর : খ) ৯০°

 

১.৩ ভূ-গোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা - 

উত্তর : গ) অর্ধবৃত্ত 

 

২.১ শূন্যস্থান পূরণ করো :

২.১.১   ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে     ৪ মিনিট      । 

২.১.২   দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব      নিরক্ষরেখার     উপর সবচেয়ে বেশি ।   

 

২.২ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :

 উত্তর :

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

২.২.১   ২৩°৩০′ উ:

৩. কর্কটক্রান্তি রেখা

২.২.২   ০°

১. মূলমধ্যরেখা

২.২.৩  ৮২°৩০′ পূ:

২. ভারতের প্রমাণ সময়

 

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ অক্ষরেখা কাকে বলে ?

উত্তর : নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিনে একই কৌণিক দূরত্বে অবস্থিত স্থানগুলোকে বা পৃথিবীর উপর সমমানের অক্ষাংশগুলিকে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা যোগ করলে যে পূর্ণবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে । 

 

৩.২ GPS- এর দুটি উপযোগিতা উল্লেখ করো ।

উত্তর : GPS অর্থাৎ Global Positioning System - এর দুটি উপযোগিতা হলো :

(i) পৃথিবীর প্রতিরক্ষায় অভিমানে এর ব্যবহারে যে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে ।

(ii) দেশের প্রতিরক্ষার কাজে এর গুরুত্ব অপরিসীম । যেমন শত্রুপক্ষের অবস্থান সঠিকভাবে নির্ণয়, রকেট ও ক্ষেপণাস্ত্রের দিক নিয়ন্ত্রণে GPS এর গুরুত্ব অপরিসীম ।

 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : 

অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো । 

উত্তর :

পার্থক্যের বিষয় 

অক্ষরেখা

দ্রাঘিমা রেখা

সংজ্ঞা

যে রেখার অক্ষাংশ গুলি কে যুক্ত করে তাকে অক্ষরেখা বলে ।

যে রেখা সম দ্রাঘিমাংশগুলিকে যুক্ত করে তাকে দ্রাঘিমা রেখা বলা হয় ।

বিস্তৃতি

অক্ষরেখা গুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত । 

দ্রাঘিমারেখা গুলি উত্তর-দক্ষিণে বিস্তৃত ।

আকৃতি

অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার ।

দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার ।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখো ।  

উত্তর : কোন স্থানের দ্রাঘিমা নির্ণয় করার পদ্ধতিটি হল - 

অক্ষাংশ বোঝাবর সময় আমরা দেখেছি কিভাবে দুটি সরলরেখা পৃথিবীর কেন্দ্রে কোন তৈরি করে । দ্রাঘিমাংশ নির্ণয়ের ক্ষেত্রে মূল মধ্যরেখা কে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হিসেবে ধরা হয় । ভূগোলক এর মূলমধ্যরেখা (0° দ্রাঘিমা রেখা) থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্র (C বিন্দু) পর্যন্ত টানা হয়েছে । P নামক স্থানটি যে দ্রাঘিমায় অবস্থিত সেখান থেকেও অপর একটি সরলরেখা কেন্দ্র পর্যন্ত টানা আছে । ওই দুই সরলরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোন তৈরি করেছে সেটাই দ্রাঘিমাংশ । ধরা যাক তার মান ৬০° । অতএব স্থানটি দ্রাঘিমাংশ হবে ৬০° পশ্চিম । সহজ করে বলতে গেলে একই দ্রাঘিমাংশ যুক্ত স্থান গুলিকে যদি একটা সরল রেখা দিয়ে জুড়ে দেওয়া যায় তবে এই সরলরেখাটাই হবে দ্রাঘিমারেখা । 

 

     CLASS 7 Model Activity Task 

   February 2022 Part 1 All Links   


FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 7 all subject february 2022 answers, class 7 model activity task 2022 answers, model activity task class 7 history part 2 2022, class 7 history model activity task part 2, model activity task class 7 history 2022 February Month, WBBSE Class 7 History Model Activity Task Part 2 February 2022 Answers, Class 7 Model Activity Task 2022 Part 2 Answers History, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post