[PART 2] WBBSE Class 9 History Model Activity Task Solutions | নবম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

 

wbbse-class9-model-activity-task-part2-history-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি নিয়ে | এই পোস্টে আমরা পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর সমাধানগুলি আলোচনা করেছি |

 

MODEL ACTIVITY TASK 

SOLUTIONS

CLASS 9

পরিবেশ ও ইতিহাস

PART 2


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো

 ১. ফরাসি বিপ্লব কীভাবে সমাজতন্ত্রে বিলোপ ঘটিয়েছিল ? 

উত্তর: 

ভূমিকা: ১৭৮৯ সালে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন। সম্রাট এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনীধিদের মাথাপিছু ভোটদানের দাবী না মানায় তারা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করে এবং ১৭৮৯ সালের ২০ জুন টেনিস কোর্টের শপথ নিয়ে নয়া সংবিধান রচনার প্রতিশ্রুতি নেয় এবং এইভাবেই জাতীয় সভা সংবিধান সভাই পরিণত হয়।

সামন্ততন্ত্রের বিলোপ: ফারাসি বিল্পবের সময় দু বছরের চেষ্টায় ফরাসি সংবিধান একটি নতুন সনবিধান রচনা করেন। লাফায়েৎ, মিরাবো, রবসপিয়ার প্রমুখ এই সংবিধানের সাথে যুক্ত ছিলেন। ১৭৮৯ সালে ৪ আগস্ট ফ্রান্সে জাতীয় সভায় সামন্তপ্রথার বিলোপ ঘটে। ৪ আগস্টে ফ্রান্সে ঘোষণা সামন্ততন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে ওঠে। ফলে অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তারপর সেই সম্পত্তি কৃষকদের কাছে হস্তান্তরিত করা হয়।
 

২. ' সন্ত্রাসের রাজত্ব ' নামকরণ কতটা যুক্তিযুক্ত ?

উত্তর: ১৭৯৩ সাল থেকে ১৭৯৪ সালে ফ্রান্সের রোবসপিয়ার নেতৃত্বে জেকবিন দল যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত।

নীতি গ্রহণ : বৈদেশিক এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য জেকোবিন দল কঠোর দমননীতি অনুসরণ করে ফ্রান্সে সন্ত্রাসের শাসন নীতি গ্রহন করেন।

 
স্থায়িত্ব : ১৭৯৩ সালের জুন থেকে শুরু করে ১৭৯৪ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৩ মাস সন্ত্রাসের শাসন কায়েম ছিল। এই সময়কালে ৩০ থেকে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয় ফ্রান্সে গিলোটিনে এবং আর অন্যভাবে।
 
নেতৃত্ব :  রোবসপিয়ার জেকপিয়ার ছিলেন সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক |

উদ্দেশ্য :  (i) কালোবাজারির বিরুদ্ধে ফ্রান্সে কঠোর ব্যবস্থা গ্রহন করা ।
(ii) ভিতি প্রদর্শনের মাধ্যমে ফ্রান্সে জাতীয় সংহতি রক্ষা করা।

সন্ত্রাসের শাসনের ভয়াবহতা :  সন্ত্রাসের শাসনকালে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার নরনারীকে গিলোটিন যন্ত্রের দ্বারা হত্যা করা হয়। পাশাপাশি ৩ লক্ষ মানুষকে সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়। আর অনেক মানুষ নিখোঁজ হয়ে যান এবং মানুষের মৃতদেহ এমনকি জলে পাওয়া যায়।



৩. নীচের প্রতিটি বিষয়/ব্যক্তি সম্পর্কে একটি করে বাক্য লেখো :
 
ক) অঁসিয়া রেজিমঃ প্রাচীন আমলে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের বুরব রাজাদের অমলে অঁসিয়া রেজিম বলা হয়। সমসাময়িক রাজনৈতিক অবস্থা স্বৈরাচারী অবস্থায় থাকায় বৈষম্য মূলক ফরাসি বিপ্লবের ফলে অঁসিয়া রেজিমের মতো পুরাতন তন্ত্রের অবসান ঘটে।

খ) লেতর-দ্য-ক্যাশেঃ ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানাকে লেতর-দ্য-ক্যাশে বলা হয়।  এই আইনের মাধ্যমে যে কোন ব্যক্তিকে  বিনা বিচারে গ্রেপ্তার করা হতো। 

গ) সাঁকুলেৎঃ ফ্রান্সের মতো বিপ্লব পূর্ণ দেশে সাঁকুলেৎ নামে পরিচিত আসলে দরিদ্র মানুষেরা। সাধারণত খেটে খাওয়া মানুষেদের সাঁকুলেৎ বলা হয়, যেমন- কারিগর, মুচি, মেথর, গরামি এই সকল মানুষদেরকে সাঁকুলেৎ বলা হয়ে থাকে।  

ঘ) রোবসপিয়ারঃ জেকবিন দলের নেতাকে রোবসপিয়ার বলা হয়। সন্ত্রাসের শাসকের প্রধান পরিচালনা করেন রোবসপিয়ার। 

৪) উপযুক্ত তথ্য সহযোগে নীচের ছকটি পূরণ করো ।
 
উত্তর:

যুদ্ধ

বিবাদের পক্ষ

সময়কাল

ফলাফল

ট্রাফালগারের যুদ্ধ

ইংল্যান্ড ও ফ্রান্স

১৮৫০ খ্রিস্টাব্দ

ক) নেপলিয়োনের ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়।


খ) ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে ।

লিপজিগের যুদ্ধ

ফ্রান্স ও মিত্র শক্তি

১৮১৩ খ্রিস্টাব্দ

ক) অস্ট্রিয়া তার হারানো রাজ্য পুনরায় ফিরে পায়।


খ) নেপোলিয়ানের মিত্রশক্তির কাছে পরাজিত হয়। সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হয়। 

ওয়াটারলুর যুদ্ধ

ফ্রান্স ও ডিউক ওয়েলটিংন এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ও জার শক্তি আলেকজান্ডারে নেতৃত্বে রুশ বাহিনী জোট।

১৮১৫ খ্রিস্টাব্দ

ক) নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হয়।


খ) এই যুদ্ধের ফলে প্যারিসের প্রথম ও দ্বিতীয় সন্ধি ও ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।


গ) শেষমেশ নেপোলিয়ান ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করে।


 

নবম শ্রেনীর অন্যান্য মডেল টাস্ক সমাধান

 
 
 
 

 


আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 9 history pdf, WBBSE Class 9 History Model Activity Task Solutions Part 4 Solutions, Class 9 History Model Activity Task Answers 2021, Class 9 Model Activity Task All Subjects, নবম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান পার্ট 4

 

 © Esho Seekhi Online Education Plarform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post