[PART 1] WBBSE Class 9 History Model Activity Task Solutions | নবম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

 

wbbse-class9-model-activity-task-part1-history-solutions

 প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি নিয়ে | এই পোস্টে আমরা পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর সমাধানগুলি আলোচনা করেছি |

 

MODEL ACTIVITY TASK 

SOLUTIONS

CLASS 9

পরিবেশ ও ইতিহাস

PART 1

 

ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (৩ - ৪ টি বাক্যে )

১. চতুর্দশ লুইয়ের ' আমিই রাষ্ট্র ' উক্তিটির বুরবোঁ রাজবংশের কোন চরিত্র কে প্রকাশ করে ?

উত্তরঃ অষ্টাদশ শতকে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল বুড়বো রাজবংশে।  চতুর্দশ লুই ছিলেন পুরাতন তন্ত্রের ধারক ও বাহক বুড়বো রাজবংশের রাজাদের মধ্যে অন্যতম। তিনি স্বৈরাচারী রাজা হওয়ায় তিনি তার ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরাতন্ত্রের ওপর ভিত্তি করে দেশ শাসন করতেন। এই ভাবমূর্তি থেকে তিনি ' আমিই রাষ্ট্র ' উক্তিটি ব্যবহার করেছেন ।

 

২. ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কীভাবে নেপলিয়ানের পতনকে ত্বরান্বিত করেছিল ?

উত্তর: ১৮১৩ সালে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড এবং তুরস্ক নেপলিয়ানের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোটে যোগ দিয়েছিলেন। যদিও প্রথমে ড্রেসডেন এর যুদ্ধে নেপোলিয়ান চতুর্থ শক্তি জোটকে পরাজিত করতে সক্ষম হন, কিন্তু শীঘ্রই লাইপজিগের যুদ্ধে মিলিত বাহিনীর কাছে নেপোলিয়ান পরাজিত হন ।

 

খ) ইউরোপের মানচিত্রে নিম্নোক্ত স্থান গুলি চিহ্নিত করো। 

     প্যারিস, পর্তুগাল, স্পেন, গ্রেট ব্রিটেন, মস্কো ।

উত্তর: শীঘ্রই আপডেট করা হবে |


গ) নীচের শব্দগুলির কোনটি পাশের বক্সের মধ্যে বসবে ? একাধিক শব্দ একটি বক্সের মধ্যে বস্তে পারে।

১) সুবিধাভোগী শ্রেণী ২) কৃষক, শ্রমিক, শিক্ষক ৩) যাজক ৪) সুবিধাবঞ্চিত শ্রেণী ৫) জন্মসূত্রে অভিজাত ৬) সাঁকুলেৎ ৭) বুর্জোয়া ৮)সাবেকি বা দরবারী অভিজাত 

উত্তর:

wbbse-class9-model-activity-task-history-part4-image


ঘ) উপযুক্ত তথ্য সহযোগে নীচের ছকটি পূরণ করো ।

 উত্তর:

দার্শনিক

গ্রন্থ / রচনা

বক্তব্য

রুশো

১। সামাজিক চুক্তি,

২) অসাম্যের সুত্রপাত

একমাত্র ন্যায় সঙ্গত শাসক হল তারা যাদের জনগন স্বাধীনতা পছন্দ করে নেবে ।

মন্তেস্কু

১) The spirit of laws , 

২) The Persian Letters

১) এই গ্রন্থে তিনি স্বাধীনতা বিষয়ক বক্তব্য করেছেন।

২) এই বইটিতে সমকালীন ফারাসি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র শ্লেষ ও বিদ্রূপ করেছেন।

ভলতেয়ার

১) Philosophical Letters and English,

২) Treatise on Toleration

১) এই গ্রন্থে তিনি ব্রিটিশ শাসন ব্যবস্থার পক্ষে কথা বলেছেন। 

২) এই গ্রন্থের মূল বক্তব্য হল সো মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে।

 

নবম শ্রেনীর অন্যান্য মডেল টাস্ক সমাধান

 
 
 
 

 


আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 9 history pdf, WBBSE Class 9 History Model Activity Task Solutions Part 1, Class 9 History Model Activity Task Answers, Class 9 Model Activity Task All Subjects, নবম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

 

 © Esho Seekhi Online Education Plarform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post