প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখি তে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া সপ্তম শ্রেনীর 'পরিবেশ ও ভূগোল' মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর উত্তরগুলি আলোচনা করেছি |
Model Activity Task
Class 7
পরিবেশ ও ভূগোল
PART 1
১) চিত্রের সাহায্য ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তরঃ যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধ এ দিনগুলো বড়ো আর তার ছোটো হতে থাকে। সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় এবং রাত ছোটো হওয়ায় তেমন ঠাণ্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে শুরু করে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে। তাই সূর্যের তাপও বেশি হয়। এই স্ময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। আবার, যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে পড়ে, উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোটো আর রাত বড়ো হতে থাকে। দিনের আল বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয়না, রাতে ঠাণ্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্য রশ্মি বাঁকা ভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়, এসময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল |
২) একটি চিত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয়, তা ব্যাখ্যা কর।
উত্তর: ধরি, চিত্রে P উত্তর গোলার্ধে অবস্থিত একটি নির্দিস্ট বিন্দু | P স্থানের অক্ষাংশ কত তা জানতে হলে ওই স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করতে হবে | এই কৌণিক দূরত্ব নির্ণয় করার জন্য পৃথিবীর কেন্দ্র O থেকে P বিন্দু পর্যন্ত OP সরলরেখা টানা হলো | এবার P স্থানটি যে দ্রাঘিমার (ধরি, NKPQ দ্রাঘিমা) ওপর অবস্থিত সেই দ্রাঘিমা রেখাটি নিরক্ষরেখাকে 'Q' বিন্দুতে ছেদ করে | OQ যুক্ত করা হলো | OP এবং OQ সরলরেখা দুটি পৃথিবীর কেন্দ্রে $\small \angle POQ$ এবং $\small \angle POQ = 30^{\circ}$ | অতএব P স্থানের অক্ষাংশ হল 30° উত্তর (যেহেতু, P স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত ) | এইভাবে কৌণিক দূরত্ব নির্ণয়ের মাধ্যমে পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়ে থাকে |
এছাড়াও অক্ষাংশ নির্ণয়ের অনান্য পদ্ধতিও রয়েছে |
৩) বায়ুচাপের তারতম্যের জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর:
৪) এশিয়ার উষ্ণমরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তর:
(i) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা থাকে ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
(iI) এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ১০ থেকে ১৫ সেমি ।
ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য :
(i) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে এবং শীতকালে উষ্ণতা থাকে যথাক্রমে ২১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি এবং ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি।
(ii) পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, যার পরিমাণ ৩০ থেকে ৫০ সেমি।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Thank you🙏🌹🙏
ReplyDeleteYou are most welcome... :)
DeleteThis is a great
ReplyDeletePart 4 ar answer ta din
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.