প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখি তে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া সপ্তম শ্রেনীর 'পরিবেশ ও ভূগোল' মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর উত্তরগুলি আলোচনা করেছি |
Model Activity Task
Class 7
পরিবেশ ও ভূগোল
১) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থনের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো ।
উত্তর: জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে স্রে যেতে থাকে। ৪ জুলায় সূর্য থেকে প্রথিবির দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আবার, ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে |
২) ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো ।
উত্তর: দ্রাধিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে। ভারতের পূর্ব সীমানা ও পাশ্চিম সিমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট। সমগ্র দেশের একটাই সময় ঠিক না হলে নানারকম অসুবিধা দেখা যায়। তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমান দ্রাঘিমা ধরা হয়েছে। এই দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়।
৩) বায়ুর চাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তরঃ
বায়ুতে জলীয় বাষ্প থাকলে, ঐ বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়। তাই
বায়ুর চাপও কম হয়। জলীয় বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি, তার ফলেই
আবহাওয়া অশান্ত হয়ে ঝড়, বৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়। আবার, জলীয় বাষ্পের
অভাবে, বাতাস বেশি ভারী হওয়ার কারনে উচ্চচাপ তৈরি হয়।
উত্তর: নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্য রশ্মি তত বাঁকা ভাবে পড়ে। ফলে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে । আবার, সমুদ্রেরর ধারে ঠাণ্ডা এবং গরম কোনটিই খুব বেশি হয় না । অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় । কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরমভাবাপন্ন হয় অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা আর গরমকালে প্রচণ্ড গরম হয়। এইভাবে অক্ষাংশগত বিস্ততি ও সমুদ্র থেকে দূরত্ব এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে ।
Class 7 Geography PART 1/button/#0e999c
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Thank You So Much Dear Sir & Medam
ReplyDeleteYou are most welcome. If you have any other problems regarding to your study, don't hesitate to contact us. :)
Deletepart 3ta please pathan.
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.