প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি নিয়ে | এই পোস্টে আমরা পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 এর সমাধানগুলি আলোচনা করেছি |
MODEL ACTIVITY TASK SOLUTIONS
CLASS 9
পরিবেশ ও ভূগোল
১. চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও |
উত্তর: পৃথিবী গোলাকার হওয়ায় বিভিন্ন অক্ষাংশ যুক্ত অঞ্চলে সূর্য রশ্মি কোনে কিরণ দেয় । কোথাও লম্ব হয়ে কোথাও তির্যকভাবে সূর্য রশ্মি ভূপৃষ্ঠের উপর পতিত হয়। ফল স্বরূপ অক্ষাংশের ভিত্তিতে একেকটি উষ্ণতা যুক্ত অঞ্চল পৃথিবীকে বলের আকারে বেষ্টন করে আছে। এদের এই তাপবলয় গুলিকে তিনটি ভাগে বাগ করা যায়। যথা- নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত অঞ্চল উষ্ণ মণ্ডল নামে পরিচিত। সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে এভং দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হওয়ায় এখানে উষ্ণ মণ্ডল গড়ে উঠেছে ।
তাপমণ্ডলের বৈশিষ্ট্য গুলো হল :
- সারাবছর এখানে সূর্য রশ্মি লম্বভাবে পতিত হয় ।
- সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে ।
- বার্ষিক গড় উষ্ণতা ২৭ ডিগ্রি সেলসিয়াস ।
- অন্যান্য তাপ মণ্ডলের তুলনায় উষ্ণতা বেশি থাকে ।
- বারশির উষ্ণতার প্রসার কম হয়।
- এই অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না ।
২. যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারন ব্যাখ্যা করো ।
উত্তরঃ মহাবৃত্ত হল কোনো গোলক পৃষ্ঠে অঙ্কিত বা কল্পিত সর্ববৃহৎ রেখা, যার থেকে বড়ো রেখা সেই গোলকে আঁকা বা কল্পনা করা সম্ভব নয়। কোনো গোলক কে কল্পিত বা অঙ্কিত মহাবৃত্ত সর্বদাই সেই গোলক কে সমান দুটি গোলার্ধে ভাব করে। কোনো গোলক এবং সেই গোলকে অঙ্কিত বা কল্পিত সর্ব বৃহৎ পূর্ণ রেখা বা মহাবৃত্তের কেন্দ্র বিন্দু সব সময় একই বিন্দুতে অবস্থান করে। নিরক্ষরেখা হল পৃথিবী পৃষ্ঠের কল্পিত সর্ব বৃহৎ অবিভক্ত রেখা যায় মধ্যে এই সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত, তাই এটি নিঃসন্দেহে বলা চলে যে নিরক্ষরেখা হল একটি মহাবৃত্ত।
৩) ভূজালকের সাহায্যে কিভাবে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় ?
উত্তরঃ গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পরস্পর ছেদ করার ফলে যে জালক সৃষ্টি হয় তাকে ভূ-জালক বলে। অক্ষরেখা গুলি পুরব-পশ্চিমে পরস্পরের সমান্ত্রালে থাকে এবং দ্রাঘিমা রেখা গুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত থাকে। প্রত্যেক্তি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পৃথক মান থাকে। গোলাকার পৃথিবীর উপর কোনো স্থানের অবস্থান সেই স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মান অনুসারে হয়।
মানচিত্রে ভূ-জালকের মাধ্যমে অবস্থান নির্ণয়:
গ্লোবের ভূ-জালক কে অঙ্ক এবং জ্যামিতির মাধ্যমে সমতল কাগজের ওপর পরিবর্তন করা হয়। একে বলে মানচিত্র অভিক্ষেপ। এই মানচিত্রে প্রভৃতি স্থানের অবস্থান ওই স্থানের ছেদকারি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মান অনুসারে হবে।
৪) ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্র অঙ্কন করা হয়নি কেন ?
উত্তরঃ ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়। কিন্তু সম্পূর্ণভাবে আন্তর্জাতিক তারিখ রেখা ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি। রেখাটি জলভাগের উপর দিয়ে অঙ্কন করা হলেও কিছু কিছু স্থানে স্থলভাগের উপর দিয়েও এই রেখাটি অঙ্কন করা হয়েছে। রেখাটির দুপাশে সময় ও তারিখ এর পার্থক্য হয়। এই অসুবিধা দূর করার জন্য রেখাটি কিছু কিছু স্থানে বাঁকিয়ে জলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেমন-
- সাইবেরিয়ায় উত্তর পূর্ব অংশে কিছুটা পূর্ব দিকে বাঁকানো হয়েছে।
- আলুসিয়ান দ্বীপ পুঞ্জের নিকট পূর্ব থেকে বাঁকানো হয়েছে।
- ফিজি, চাথাম প্রভৃতি দ্বীপ পুঞ্জের নিকট পূর্ব থেকে বাঁকানো হয়েছে।
- কিরিবাতি দ্বীপ পুঞ্জের নিকট পূর্ব থেকে বাঁকানো হয়েছে।
নবম শ্রেনীর অন্যান্য মডেল টাস্ক সমাধান
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags: model
activity task class 9 geography pdf, WBBSE Class 9 Geography Model
Activity Task Solutions Part 3, Class 9 Geography Model Activity Task
Answers, Class 9 Model Activity Task All Subjects, নবম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
© Esho Seekhi Online Education Plarform
Good
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.